জবি ছাত্রদলের মিছিল, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে এ মিছিল বের করা হয়।

নেতাকর্মীরা জানান, আজ সকালে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ অতর্কিত হামলা চালায়। মিছিলটি প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেট সংলগ্ন পাটুয়াটুলি রাস্তায় করার কথা থাকলেও পুলিশের হামলার কারণে মিছিলটি পণ্ড হয়ে যায়। দ্বিতীয়বার ইসলামপুর মিছিল করতে চাইলে টহল পুলিশের বাঁধার মুখে পরে। পরে তৃতীয়বার মিডফোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করতে সক্ষম হলেও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

জবি ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ বিষয় জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকার এবং অবৈধ সিইসি প্রহসনের নির্বাচনের নামে সাধারণ জনগণের কণ্ঠ রোধ করতে চায়। সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে তারা আমাদের সংবিধান লঙ্ঘন করছে।

তিনি আরও বলেন, অবৈধ তপশিল বাতিল করে যদি নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি না মানে, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথের উত্তাল আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে।

এবি/ওজি