রয়েল ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৬:১৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা'য় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মুশফিকুর রহমান এর সভাপতিকে এই সভায় বক্তব্য প্রদান করেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মুজাক্কিরুল হুদা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক মুরাদ হাসান, হোটেল ট্যুরিজম ডিপার্টমেন্টের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক মলয় কুমার সরকার, ইংরেজি বিভাগের চেয়ারপার্সন সহযোগী জহরত আরা।
সভায় আলোচকরা শিক্ষকদের জীবনমান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচকরা আরো বলেন,শিক্ষকদের মান, মর্যাদা, এবং কাজের স্বীকৃতির জন্যই শিক্ষক দিবস পালনের মূল উদ্দেশ্য। শিক্ষকদের নিয়োগ, বেতন-ভাতা এবং কর্মপরিবেশ সম্পর্কে ইউনেস্কোর একটি সুপারিশ রয়েছে। তবে দুঃখজনকভাবে, আমাদের দেশে শিক্ষকদের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। বিদেশে শিক্ষকদের জন্য আলাদা বেতন-ভাতা নির্ধারণ করা হয়, কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষায়তনগুলোতে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য শিক্ষকরা আহবান জানান। তাঁরা বলেন,আমরা শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।এ বিষয়েও আরো বেশি দায়িত্বশীল হতে হবে।
সভাপতির বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মুশফিকুর রহমান বলেন, সমাজের শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেয়া উচিত। শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আলোচনা সভাটি সঞ্চালনা করেন কলা অনুষদের ডিন ডক্টর মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু সিদ্দিকী)।
আমার বার্তা/এমই