পবিপ্রবিতে ২৫ শিক্ষার্থীকে রাতভর র্যাগিং, বহিষ্কার ৭
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৯:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথম বর্ষের অন্তত ২৫ শিক্ষার্থীকে রাতভর র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীরা হলেন– ২০২৩-২৪ শিক্ষাবর্ষের হাসিবুর রহমান সবুজ, অভিজিৎ শর্মা, মৃদুল পাল, তোহাদিন নূরুল ও হাসিবুল ইসলাম নাহিদ।
এ ঘটনায় অভিযুক্ত সাত শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। তারা হলেন– ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদের জুনায়েদ হোসাইন, তানভির ইসলাম সিয়াম ও প্রিতম কারণ; আইন ও ভূমি প্রশাসন অনুষদের শাওন, সুপেল চাকমা, গোলাম রাব্বি এবং কৃষি অনুষদের জিহাদ হোসাইন।
শিক্ষার্থীরা জানান, এম কেরামত আলী হলে একটি গণরুমে থাকা প্রথম বর্ষের অন্তত ২৫ শিক্ষার্থীকে শনিবার রাতে র্যাগ দেওয়া হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্যাতনের শিকার এক শিক্ষার্থী বলেন, রাত ১২টার দিকে গণরুমে এসে সবার ফোন জমা নেন এক ব্যাচ সিনিয়র জুনায়েদ, সিয়াম, প্রিতমসহ কয়েকজন। এর পর তারা আমাদের কান ধরে উঠবস করতে বাধ্য করেন। অকথ্য ভাষায় গালাগাল করেন। রুমের সমানে সিগারেট ধরিয়ে ধোঁয়ায় আচ্ছন্ন করে অস্বস্তিকর পরিবেশ তৈরি করেন। এক পর্যায়ে পাঁচজনকে জানালার গ্রিলে ঝুলিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বড় ভাইয়েরা।
জানা যায়, খবর পেয়ে হল প্রভোস্ট অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন ও সহকারী প্রক্টর আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করেন। এ সময় র্যাগিংয়ে জড়িত দু’জনকে হাতেনাতে ধরেন। তাদের তথ্যে পরে ক্যান্টিন থেকে আরও চারজনকে শনাক্ত করেন। প্রত্যেককে প্রাথমিকভাবে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন কর্মকর্তারা।
এদিকে রোববার র্যাগিংয়ের প্রতিবাদে ২০২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। কোনো অনুষদেই এ বর্ষের ক্লাসে শিক্ষার্থীরা অংশ নেননি। অভিযুক্তদের শাস্তি না দেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
রোববার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘র্যাগিংয়ে জড়িত সাত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে ডিসিপ্লিনারি বোর্ডের সঙ্গে সভা হয়েছে। তাদের সুপারিশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে একাডেমিকসহ কঠোর শাস্তি দেওয়া হবে।’
আমার বার্তা/এমই