ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের মতবিনিময়
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪০ | অনলাইন সংস্করণ
মিজানুর রহমান,মাল্টিমিডিয়া প্রতিনিধি:
ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কমিটির প্রধান ছাত্র উপদেষ্টা আঃ কাইয়ুম খন্দকার পারভেজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন: এ্যাডভোকেট মোমেন বিল্লাহ, মঈন উদ্দিন খান মনি ভাই সহ অন্যান্য ছাত্র উপদেষ্টা বৃন্দ।
সভাপতিত্ব করেনঃ কমিটির সভাপতি মেহেদী হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেনঃ সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকার। সার্বিক বাস্তবায়নে ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন বাহার , সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, মহিউদ্দীম প্রধান, সাহাব উদ্দীন, যুগ্ম-সাধারণ-সম্পাদক মোঃ পলাশ , জাহিদ হাসান সামি , সাকিবুল হাসান দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ, প্রচার সম্পাদক বাছির উদ্দিন জিসান সহ আরো অনেক দায়িত্বশীল এবং কার্যনির্বাহী সদস্যরা।
অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতায় দোয়া পরিচালনা করেন কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম। অতঃপর ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে অধ্যক্ষ মহোদয় স্যারের সাথে নবগঠিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে যান এবং স্যারকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্যারকে অবহিত করেন।