ঢাবিতে উর্দু বিভাগের নবীনবরণে পাকিস্তান হাইকমিশনার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০৬ | অনলাইন সংস্করণ
রানা এস এম সোহেল:
কূটনৈতিক প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে উর্দু বিভাগ কর্তৃক আয়োজিত নবীনবরণ পিঠা, উৎসব ও গজল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমেদ মারুফ।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটায় অনুষ্ঠানের শুরুতে দাড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় ।
ফুল এবং ক্রেস্ট দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। প্রথমে এক নবীন শিক্ষার্থী উর্দুতে সাবলীল বক্তব্য প্রদান করেন এরপর ইংরেজি এবং বাংলায় বক্তব্য প্রদানের পর উক্ত অনুষ্ঠানের চেয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
উপ-উপাচার্যের বক্তব্যের পর কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান গঠনমূলক বক্তব্য রাখেন। তার বক্তব্যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উঠে আসে এবং এর থেকে শিক্ষা নিয়ে নবীন শিক্ষার্থীদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আহবান জানান তিনি । এরপর পাকিস্তান হাইকমিশনারকে মির্জা গালিবের বিখ্যাত এক শায়েরীর মাধ্যমে বক্তব্য প্রদান করার আহ্বান জানানো হয় । হাইকমিশনার উর্দুতে বক্তব্য প্রদান করেন । তিনি পাকিস্তানের সাথে উর্দু বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ভবিষ্যৎ শিক্ষা ও সংস্কৃতির বিনিময় এর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি উর্দু বিভাগের লাইব্রেরীর উন্নয়নের জন্য সকল প্রকার বই ও ইন্টারনেট সুবিধা সহ ল্যাপটপ এবং সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন ।
সবশেষে তিনি পিঠা উৎসব উদ্বোধন করেন । সন্ধ্যায় মনোজ্ঞ গজল পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।
আমার বার্তা/এমই