মাসে ৩ হাজার টাকা পাবেন সুবিধাবঞ্চিত ঢাবি ছাত্রীরা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন সুবিধাবঞ্চিত ছাত্রীদের দেবে মাসে ৩ হাজার টাকা, যা আগামী মাস থেকেই দেওয়া হবে। শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ নেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ছাত্র-ছাত্রীরা।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নেই। আবাসন নিশ্চিতে আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি কিন্তু সেটা সময়সাপেক্ষ। কিন্তু শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে আমরা আপাতত আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নিচ্ছি।
আবাসন সংকটের কারণে যেসব নারী শিক্ষার্থী হলে থাকতে পারেন না তাদের জন্য আগামী মাস থেকে আবাসন সহায়ক আর্থিক সহায়তা (সাময়িক) কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতি শিক্ষার্থীকে মাসিক তিন হাজার টাকা করে দেওয়া হবে।
অস্থায়ীভাবে বাঙ্ক বেড স্থাপন করা হচ্ছে জানিয়ে কোষাধ্যক্ষ বলেন, এই সহায়তা খুব বেশি না কিন্তু এর ফলে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকারী হবে। যাদের আমরা সিট দিতে পারিনি সবাইকেই এই সহায়তা দেওয়া হবে।
চীনের বাংলাদেশ দূতের বরাত দিয়ে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ইতোমধ্যেই আড়াই হাজার নারী শিক্ষার্থীদের থাকার জন্য একটি হল নির্মাণ করে দিবে চীন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অনেকে।
আমার বার্তা/এমই