সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ২৩:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে ১৭ জন নবীন শিক্ষার্থীকে র্যগিং করার অভিযোগ পাওয়া গেছে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের ২০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজ শুক্রবার অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন। প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে পড়ছেন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের অন্তত ২০ জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়া ১৭ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি টং দোকানের পাশে আসতে বলেন। তাঁরা সেখানে গেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের র্যাগিং করেন।
নতুন শিক্ষার্থীদের মুঠোফোন জব্দ করে কিংবা সুইচ বন্ধ করে দিয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা জ্যেষ্ঠদের সালাম দেওয়া নিয়ে অশ্লীল নানা কথাবার্তা বলেন। একপর্যায়ে তাঁরা নতুন শিক্ষার্থীর কয়েকজনকে এক পায়ে দাঁড় করিয়েও রাখেন। একজন শিক্ষার্থীকে তাঁরা ব্যাঙের মতো লাফানোর নির্দেশও দেন।
র্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থী বলেন, প্রায় আড়াই ঘণ্টা তাঁরা র্যাগিংয়ের শিকার হন। তাঁদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনার তাঁরা সুষ্ঠু প্রতিকার চান।
যোগাযোগ করলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি, র্যাগিং ও বুলিং পুরোপুরি নিষিদ্ধ। ২০ জন ছাত্রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।
আমার বার্তা/এল/এমই