তিতুমীর কলেজে ইংরেজি ক্লাবের ব্যতিক্রমী সাহিত্য আয়োজন

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:২৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘ম্যাগাজিন ফেস্ট ২০২৫’। ৩০ জুন, সোমবার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এই আয়োজনে প্রধান ভূমিকা রাখে সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (GTCLLC)। একই অনুষ্ঠানে ক্লাবটির প্রথম ম্যাগাজিন Prologue-এর আনুষ্ঠানিক প্রকাশনা ঘটে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের মডারেটর ও প্রভাষক মো. নাদিমুল হক এবং কো-মডারেটর এ এস আল মোহাইমীন খান। উপস্থিত ছিলেন ক্লাবের মেন্টর মো. জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া মোয়াজ।

কোরআন তেলাওয়াত ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিবৃন্দ ম্যাগাজিন Prologue-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ম্যাগাজিন উপস্থাপনা পর্ব, যেখানে ক্লাবের সহ-সভাপতি তাহমিনা নাজনিন তন্নি ম্যাগাজিনের বিষয়বস্তু, রচনার বৈচিত্র্য ও রঙিন বিন্যাস নিয়ে দর্শকদের সামনে তুলে ধরেন। এতে ক্লাবের ইতিহাস, কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের সৃজনশীল লেখালেখি পাঠকদের প্রশংসা কুড়ায়।

পরবর্তীতে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গান ও কবিতা আবৃত্তি উপস্থাপন করেন ক্লাবের সদস্যরা। সবশেষে ক্লাব সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


আমার বার্তা/জেএইচ