আনন্দঘন পরিবেশে ভোট, শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত: আবু বাকের
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশকে আনন্দময় ও অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাকের বলেন, ভোটের প্রচার শুরু থেকে আজকে ভোটের দিন পর্যন্ত আমরা আনন্দময় পরিবেশ উপভোগ করেছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন। তারা যাকেই নেতৃত্বের জন্য বেছে নেবেন, সেটিই আমাদের মেনে নিতে হবে। শিক্ষার্থীদের রায়ই হবে চূড়ান্ত, এর বাইরে অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই।
ভোটের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আবু বাকের আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্বে যোগ্য ব্যক্তিরাই আসবেন। তার ভাষায়, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনকে ঘিরে যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটি ধরে রাখা জরুরি। শিক্ষার্থীদের অংশগ্রহণই এর বড় প্রমাণ।
সকালে টিএসসি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন। তবে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রবেশপথেই প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন।
বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে।