চাকসু নির্বাচনের মনোনয়ন জমার সময় বাড়ল আরও একদিন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি জানান, চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময় বুধবার বিকেল ৫টা পর্যন্ত ও জমাদানের সময় আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বৃদ্ধির আবেদন করে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী এখনো আহত। অনেকের পরীক্ষা চলছে। তাই মনোনয়নপত্র  নিতে পারেননি। এজন্য আমরা দুদিন সময় বৃদ্ধির আবেদন করেছি। পরবর্তীতে নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে একদিন করে সময় বৃদ্ধি করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘মঙ্গলবারও শিক্ষার্থীদের পক্ষ থেকে সময় বৃদ্ধি নিয়ে আমরা চারটি আবেদন পাই। এটা সত্যি যে আমাদের অনেক শিক্ষার্থী এখনো আহত। সব মিলিয়ে আমরা শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বৃদ্ধি করেছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সর্বমোট ১০৮৮ জন। যেখানে, কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন ৪৮৮ জন ও হল সংসদের জন্য নিয়েছেন ৬০০ জন।

আমার বার্তা/এল/এমই