শাবিপ্রবিতে ২৫ শিক্ষার্থীর বহিষ্কার বাতিলের দাবিতে আন্দোলন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করেন তারা। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার একই দাবিতে আয়োজিত বিক্ষোভে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন ওই দুই বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওপর র্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের পৃথক তিনটি ঘটনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের একজনকে আজীবনসহ মোট ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেয়া হয়।
বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে অনড় অবস্থানের ঘোষণা দেন। তাদের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘চলমান আন্দোলনে জয় নিয়েই ক্লাসে ফিরব’ এমন প্রত্যয় নিয়েই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আমার বার্তা/এল/এমই