ঢাবির সহকারী প্রক্টরের ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে থানায় মামলা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৫:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শাহবাগ থানার ওসি মো. খলিদ মনছুরের হাতে অভিযোগপত্র তুলে দেওয়া হয়।

ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া। 

সোমবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিদ মনছুরের হাতে অভিযোগটি তুলে দেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, কয়েকজন ব্যক্তি তার ছবি অশালীনভাবে সম্পাদনা করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিযোগে এক্টিভিস্ট মুজতবা খন্দকার, মহিউদ্দিন মোহাম্মদ, আশফাক হোসাইন ইভান এবং ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে। 

অভিযোগে বলা হয়, মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করে এবং ক্যাপশন দেয়- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।’ অন্যদিকে মহিউদ্দিন মোহাম্মদ ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে তার নিজের আইডিতে একটি ফটোকার্ড শেয়ার দেন। সেখানে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়। 

এতে আরও উল্লেখ করা হয়, নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালের একটি ফেসবুক পোস্টের কমেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আর আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে আমার এডিটেড অশালীন ছবি পোস্ট করে। এ ছাড়া অজ্ঞাতনামা বিবাদীরা তাহাদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে।

তিনি সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।


আমার বার্তা/এমই