কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৪:৫১ | অনলাইন সংস্করণ
কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচে টাইব্রেকারে লোক প্রশাসন বিভাগকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাজহারুল ইসলাম। আর পুরো টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একই বিভাগের মেহরাজ হোসেন আলভি। সর্বোচ্চ চার গোল করে সেরা গোলদাতা হয়েছেন বাংলা বিভাগের আকাশ। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাযহারুল ইসলাম। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলা বিভাগ।
ক্রীড়া পরিচালক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহবার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং শাহ সিমেন্টের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আনোয়ার পারভেজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হায়দার আলী বলেন, “দুই দলই সমান দক্ষতার পরিচয় দিয়েছে। ম্যাচ টাইব্রেকারে গড়ানোই প্রমাণ করে তোমরা শক্তিতে সমান। খেলার মানসিকতা বজায় রেখে মাঠে নামতে হবে। ফুটবলে সামান্য ধাক্কাধাক্কি হতেই পারে, তবে সেটি যেন মাঠের বাইরে কোনো সমস্যার সৃষ্টি না করে। দর্শকদের মাঠে না নামার বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। আর শাহ সিমেন্টকে বিশেষ অনুরোধ, আমাদের মাঠে একটি গ্যালারি নির্মাণ করলে এটি একটি পূর্ণাঙ্গ মাঠে রূপ নেবে।”
আমার বার্তা/এমই
