জাবিতে ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কোর সার্চ এবং জাবির ফোরাম অফ অটোপ্রেনারশিপ এন্ড বিজনেস এর যৌথভাবে আয়োজন করে ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার। গত ২৬শে নভেম্বর বুধবার জহির রায়হান মিলনায়তনে এ সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে বক্তব্য রাখেন রেনকন হোল্ডিংস লিমিটেডের গ্রুপ হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট রেশাদ নবীন ও মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক পারভেজ মাহমুদ সবুজ, বিশিষ্ট উপস্থাপক ও কর্পোরেট ব্যক্তিত্ব ফেরদৌস বাপ্পি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদের ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং কোর সার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম।

সেমিনারের অন্তর্ভুক্ত ছিল পেশা নির্বাচন, রেজুমি লেখা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, নিয়োগ প্রস্তুতি, দক্ষতা বৃদ্ধি ইত্যাদি। সেমিনারের সাথে কোর সার্চ ২ দিন ব্যাপি তাদের রিক্রুটমেন্ট পার্টনার কোম্পানির বিভিন্ন পদের জন্য রেজ্যুমি সংগ্রহ করে। এবারের চারটি রিক্রুটমেন্ট পার্টনার কোম্পানিগুলো হলো: যাত্রী, স্বপ্ন, রানার গ্রুপ এবং আরোগ্য লিমিটেড। ফোরাম অফ অটোপ্রেনারশিপ এন্ড বিজনেস এর সভাপতি জাহিদুল ইসলাম এবং কোর সার্চের প্রকল্প সমন্বয়ক আরিফ ফয়সাল ইমন সকল পার্টনার, অতিথিবৃন্দ, শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্ত করেন।

উল্লেখ্য, কোর সার্চ জব প্লেসমেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোতে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের চাকরি প্রদানে সহায়তা করে থাকে। এছাড়াও কোর সার্চ বিভিন্ন দক্ষতা বৃদ্ধি মূলক কোর্স প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা জীবন উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম।

আমার বার্তা/এমই