ইবির কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:৩২ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ।
শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের চতুর্থ তলায় কলা অনুষদের ডিন অফিসে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে জানা যায়, কলা অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন-এর মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন-২০১০) এর ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমতি সাপেক্ষে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আবদুল্লাহকে কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পরেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি গতকাল ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। ডিনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। এই দায়িত্ব আমি ইনসাফ, সততা ও আমানতের সঙ্গে সুন্দরভাবে পালন করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করবো। এ ক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই
