এমিরেটস নেবে ১৭৩০০ কর্মী

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিশ্বে দূরপাল্লায় চলাচলকারী বৃহত্তম এয়ারলাইন বা বিমান পরিবহন সংস্থা এমিরেটস ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপটিতে দুআ বিভাগ রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডলিং ইউনিট ‘ডিনাটা’। দুই বিভাগে এ বছরেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। এমিরেটসের এক্স গ্রুপের এক পোস্টে বলা হয়েছে, ৩৫০টির বেশি ভিন্ন ভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়া চলবে।

গত মঙ্গলবার (২২ জুলাই) এক্সে এক পোস্টে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার জন্য বিভিন্ন দেশে ২ হাজার ১০০টির বেশি ওপেন ডে ও নিয়োগসংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে দুবাইতে আয়োজিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় দল, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ, আর্থিক বিভাগসহ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করবে শুধু কার্গো, ক্যাটারিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগে।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত এমিরেটস গ্রুপ ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। বর্তমানে বিমান সংস্থাটির মোট কর্মী ১ লাখ ২১ হাজারের বেশি। দুবাইভিত্তিক কর্মীদের জন্য এমিরেটস নানা সুবিধা প্রদান করে। যেমন লভ্যাংশ শেয়ারের সুযোগ, চিকিৎসা ও জীবনবিমা, ভ্রমণসুবিধা (ফ্লাইট টিকিটসহ), বার্ষিক ছুটি, ছাড়মূল্যে কার্গো সেবা। এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও লাইফস্টাইল পণ্য বিক্রির কেন্দ্রে ডিসকাউন্ট কার্ডও প্রদান করে।
পাইলটের বেতন পান কত

গালফের প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা পইলট হিসেবে নিয়োগ পান, তাঁরা বছরের করমুক্ত বার্ষিক বেতন ৪ লাখ ৮১ হাজার ২০০ দিরহাম (বছরে ১ লাখ ৩১ হাজার ৭ মার্কিন ডলার) বেতন পান। পাইলটদের মাসে গড় ৮৫ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে হয়। এ সময়ের ভিত্তিতেই বেতন পাবেন পাইলটেরা। এ ছাড়া বিনা মূল্যে বাসস্থান ও নানা সুবিধা আছে। বিমান সংস্থাটি সন্তানের প্রাইমারি শিক্ষার জন্য ৫২ হাজার ২৫০ দিরহাম এবং মাধ্যমিক শিক্ষার জন্য ৭৯ হাজার ৭৫০ দিরহাম পর্যন্ত অর্থ দেবে প্রতিবছর। সর্বোচ্চ তিন সন্তানের জন্য এ আর্থিক সুবিধা পাবেন পাইলটেরা। পাইলটেরা কোম্পানির পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষিক লভ্যাংশ থেকে কিছু আর্থিক সুবিধা পাবেন। আর বছরে ছুটি মিলবে ৪২ দিন। অন্য সুবিধার মধ্যে রয়েছে ছুটির সময়ে টিকিট এবং এমিরেটস প্লাটিনাম কার্ডে ডিসকাউন্ট।

বিমান সংস্থাটি বেশ কিছু কেবিন ক্রু নিয়োগ করবে। এ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো হাইস্কুল (গ্রেড ১২)। প্রার্থীদের লিখিত ও কথ্য ইংরেজিতে দক্ষ হতে হবে। কোনো কোনো ভাষা জানলে তা হবে বাড়তি সুবিধা। পাইলটদের মতো কেবিন ক্রুদের বেতন হবে করমুক্ত। এরা তিনভাবে বেতন পান নির্ধারিত মূল বেতন, ফ্লাইট পরিচালনার জন্য ঘণ্টাপ্রতি পারিশ্রমিক এবং বিদেশে থাকার সময়ে খাবারের জন্য বিল।

মূল বেতন হবে প্রতি মাসে ৪ হাজার ৪৩০ দিরহাম। বিমানে থাকার সময়ে বা বিমানে কেবিন ক্রু হিসেবে কাজের জন্য প্রতি ঘণ্টার জন্য ৬৩ দশমিক ৭৫ দিরহাম (মাসে গড় ৮০–১০০ ঘণ্টা)। মাসে মোট গড় আয় দাঁড়ায় প্রায় ১০ হাজার ১৭০ দিরহাম।

আমার বার্তা/এল/এমই