কমলাপুর রেলওয়ের প্ল্যাটফর্ম থেকে মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৮ মে ২০২৪, ১১:২০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কমলাপুর রেলওয়ের প্ল্যাটফর্ম থেকে মোঃ হায়দার আলী (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

নিহত হায়দার আলী পাবনার ভাঙ্গুড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

বুধবার (৮মে) সকাল পৌনে ৯ টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে  মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানা পুলিশের  সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন। তিনি জানান, আজ সকাল আটটার দিকে খবর পেয়ে কমলাপুর রেলস্টেশনের ৮ নং প্লাটফর্ম শহরতলী এর সামনে থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান হায়দার আলী আর বেঁচে নেই।

এএসআই আরও জানান, প্রাথমিক তদন্তে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি  আজ ভোরে কোন একটি ট্রেন থেকে নেমে প্লাটফর্মে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। হয়তো অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের বর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এএসআই ফারুক হোসেন।