নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১৮:০০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ওয়ারীতে মায়ের কাছে নেশার টাকা না পেয়ে অরিত্র সাহা (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।

নিহত অরিত্র সাহা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বারদী বাজার বটের পাড়া গ্রামের শম্ভু সাহার ছেলে। অরিত্র সাহা পরিবারের সঙ্গে ওয়ারী যোগী নগরের বাসায় ভাড়া থাকতো।

বৃহস্পতিবার (২৩ মে) ওয়ারী যোগী নগরের বাসার চার তলায় এই ঘটনাটি ঘটে। পরে বিকেল সাড়ে চারটার  দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক)হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

অরিত্র সাহার  বড় ভাই লোকনাথ সাহা জানান, আমার ভাই পূর্ব থেকেই মাদকাসক্ত ছিল। আজ দুপুরের দিকে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চায় । এতে  মা টাকা না দিলে মায়ের সাথে তার ঝগড়াও হয়। এরপর অরিত্র সবার অগোচরে ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়ে। বিষয়টি আমরা জানতে পেরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/মাসুদ রানা/এমই