বঙ্গবন্ধু এভিনিউতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে  এই ঘটনাটি ঘটে।

জানা যায়, বঙ্গবন্ধু এভিনিউ এর পশ্চিম পাশের ভবন  ২২ নং বঙ্গবন্ধু এভিনিউ এর সামনের বৈদ্যুতিক খুঁটির মাথায় হঠাৎ করে আগুন জ্বলে ওঠে।পরবর্তীতে ৯৯৯ এবং বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা আসে এবং ফায়ার সার্ভিস এর লোকজন আগুন নিভাতে সক্ষম হয়।

কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয় ক্ষতির পরিমাণ সামান্য। বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

 

আমার বার্তা/এমই