রাজধানীর মতিঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৩ মে ২০২৪, ২০:৪১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানী  মতিঝিলের বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) রাত পৌনে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপপরিদর্শক (এস আই)অনিল চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় ওই অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


আমার বার্তা/মাসুদ রানা/এমই