পল্টনের আগুন: ধোয়ায় অসুস্থ নারী ঢামেক বার্ন ইউনিটে 

প্রকাশ : ১২ জুন ২০২৪, ২০:৪৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ হলে শাহিদা চৌধুরী (৬০) নামে এক নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (১২ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় পুরানা পল্টনের কালভার্ট রোডে ৩৭/২ নং ফাইন্যান্স টাওয়ারের ১৫তলা ভবনের পাঁচতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মী রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ঘটনাস্থলে এক নারী ধোঁয়ায় অসুস্থ হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি দেয়া হয় তাকে।তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের ওই সদস্য।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, পলটন থেকে ধোয়ায় অসুস্থ হলে এক নারীকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করেন। বর্তমানে বার্ন ইউনিটে ওই  নারীর চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি ।

আমার বার্তা/এম রানা/জেএইচ