কুরিয়ার সার্ভিসে পাঠানো ৭২৫০ পিস ইয়াবা জব্দ করেছে ডিএনসি

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাকরাইলের এস এ কুরিয়ার সার্ভিস থেকে কক্সবাজার টেকনাফ থেকে আসা ৭২৫০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৫ জুন) দুপুর সোয়া দুইটা সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনে আশা ৪টি কৌটা থেকে এই ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা উত্তরের মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক শাহীনুল কবীর। তিনি জানান,গোপন সংবাদের আমরা জানতে পারি কক্সবাজারের টেকনাফ থেকে এস এ কুরিয়ার সার্ভিসে ৪ টি কৌটায় করে ইয়াবার একটি চালান কাকরাইল এসেছে। পরে আমরা সেখানে অভিযান করে চারটি কৌটা থেকে ৭২৫০ পিস ইয়াবা জব্দ করি। এই ইয়াবা গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার কথা ছিল। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, ঘটনাটি আমরা জানতে পেরে সহকারি পরিচালক রাহুল সেনের নেতৃত্বে এস এ পরিবহনের কাকরাইল শাখায় অভিযান চালাই। পরে এই ইয়াবার চালানটি জব্দ করা হয়। এই ইয়াবা গুলো কক্সবাজার থেকে কারা পাঠিয়েছে এবং এর পিছনে কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আমার বার্তা/এম রানা/এমই