কামরাঙ্গীর চরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ২১ জুন ২০২৪, ২০:৫৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কামরাঙ্গীরচরের রুপনগর খেয়া ঘাটে খেলতে গিয়ে পানিতে ডুবে মইনুদ্দিন নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায় শিশু মইনুদ্দিন হবিগঞ্জের লাখাই থানার পুকুরপাড় গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতো।

শুক্রবার(২১জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত মৃত ঘোষণা করেন।

নিহত শিশু মা খাদিজা বেগম জানান, আমি কামরাঙ্গীরচরে প্লাস্টিকের কারখানায় কাজ করি। আমার স্বামী রিকশা চালক। আমাদের খুবই কষ্টের সংসার। আমার চার ছেলে এক মেয়ের মাঝে মইনুদ্দিন ছিল তৃতীয়। আজ সন্ধ্যার দিকে আমার ছেলেকে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকি। পরে প্রতিবেশী একজন জানার আমার ছেলে নাকি অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে গেছে। পরে আমি দ্রুতে ঘটনাস্থলে গিয়ে দেখি পানির নিচে তলিয়ে আছে আমার ছেলে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার মইনুদ্দিন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান শিশু মইনুদ্দিনের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/এম রানা/জেএইচ