কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু 

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কুড়িল বিশ্বরোডে পৃথক সময়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন- এস এম তানজিম জয় (২৬)ও মাহমুদুল হাসান (৩০)‌

রোববার (২৩ জুন) দুপুরের  দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ বাড়ির ইনচার্জ  উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া ।

তিনি জানান আজ ভোরের দিকে  কুড়িল বিশ্বরোডের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বলাকা কমিউটার নামে একটি ট্রেনের ধাক্কায় তানজিম জয় নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তানজিম জয় মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদের ছেলে।

এস আই আরও জানান, নিহত শিক্ষার্থী তানজিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তিনি শিক্ষার্থী ছিলেন। তবে কোথায় পড়ালেখা করতেন সেটা জানা যায়নি। আরও জানা গেছে তিনি গ্রামের বাড়ি থেকে আজ ঢাকায় আসার পর রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

অপর ঘটনায় আজ  সকাল সাড়ে ১০টার দিকে কুড়িল বিশ্বরোডে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান নামে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।

নিহত মাহমুদুল একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে। মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহ আলমের ছেলে।

এসআই তারামিয়া আরো জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি।দুর্ঘটনার পরে নিহত দুই যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নাম-পরিচয় জানা গেছে। ইতিমধ্যেই নিহতদের স্বজনরা আমাদের পুলিশ ফাঁড়িতে এসেছেন। নিহতদের মৃত্যুর বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই তারা মিয়া।


আমার বার্তা/এম রানা/জেএইচ