স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা স্বামীর

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৮:০৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহবাগ নূরানী মসজিদ গলির বাসায় স্ত্রীর  উপর অভিমান করে আবু সাঈদ মাতুব্বর (৩০) নামে এক রিক্সা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি স্বজনদের।

জানা গেছে আবু সাঈদ মাদারীপুর সদরের  দক্ষিণ খাকছড়া গ্রামের জাহাঙ্গীর মতব্বরের ছেলে। বর্তমানে সিপাহবাগ নূরানী মসজিদ গলির বাসায় ভাড়া থাকতেন।

রোববার (৩০ জুন) দুপুর দেরটার দিকে ঘটনাস্থলের বাসার পাঁচ তলা ভবনের চারতলার কক্ষে এই ঘটনাটি ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতে চাচা জসিম মাতব্বর জানান,আমার ভাতিজা পেশায় রিকশাচালক।আজ দুপুরের দিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমানে রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে  ঝুলে পড়ে।আমরা দেখতে পেয়ে পরে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতার তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাতিজা আর বেঁচে নেই।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ জানান, আমরা খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে আবু সাঈদ কে  ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, আমরা স্বজনের সাথে কথা বলে জানতে পারি স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই সোহাগ।

 

আমার বার্তা/এম রানা/এমই