বিমানবন্দরে অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসপাতালে জাপানি নাগরিক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১০:২৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের পাশে অজ্ঞান পার্টির কবলে পড়ে কবায়াশি(৭০) নামে  এক জাপানি নাগরিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ
(ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ অফিসার সুদীপ্ত জানান, গতরাতে আমাদের একজন মেডিকেল অফিসার টহল দেওয়ার সময় জাপানি ওই নাগরিককে এয়ারপোর্টের টার্মিনাল এর  বাইরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আমাদেরকে জানালে আমরা দ্রুত ওই জাপানি নাগরিককে উদ্ধার করে প্রথমে কুর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে আজ ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরোও জানান, আমরা ওই জাপানি নাগরিকের কাছে একটি পাসপোর্ট ও একটি লাগেজ পই । কিন্তু তার কাছে কোন টাকা পয়সা পাওয়া যায়নি। আমাদের ধারণা অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা তাকে কিছু খাইয়ে অচেতন করে এয়ারপোর্টের বাইরে টার্মিনালে ফেলে রেখে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া জানান, আজি ভোরের দিকে ওই জাপানি নাগরিককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে ওই জাপানি নাগরিক কিছুটা কথা বলতে পারছেন। আমরা তার কাছ থেকে এতটুকু জেনেছি তিনি ঢাকার একটি হোটেলে উঠেছিলেন। বর্তমানে ওই জাপানি নাগরিক ঢাকা মেডিকেলের ৯৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ হলে তার কাছে থাকা কি পরিমান টাকা পয়সা খোয়া গেছে তা জানা যাবে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


আমার বার্তা/এম রানা/জেএইচ