যাত্রাবাড়ীতে অটোরিকশা চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অটোরিকশা চুরির অপবাদে নাহিদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গ্যারেজ মালিক আনোয়ার ও তার ছেলের সিয়ামকে ছাত্রদের সহায়তায় আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট)সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল আলীম বলেন, আমার ছেলে ভাড়ায় অটো রিক্সা চালাতো। গত পরশুদিন তার কাছ থেকে অজ্ঞাত চোরেরা অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। পরে গতকাল মাতুয়াইল এলাকায় অটো রিক্সার গ্যারেজ মালিক আনোয়ার ও তার ছেলেসহ বেশ কয়েকজন তাকে অটোরিকশা চুরির অপবাদে আটকে রেখে সারারাত ধরে মারপিট করে। পরে তাকে আহত অবস্থায় মাতুয়াইল দক্ষিণপাড়া একটি জঙ্গলের মধ্যে ফেলে দেয়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।
তিনি আরো বলেন,কি নির্মমভাবে তারা আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে চোখে না দেখলে সেটি বিশ্বাস করতে পারবেন না। আমার ছেলেকে তারা সারারাত ধরে নির্যাতন করেছে। প্রথমে যাত্রাবাড়ি থানায় যাই সেখানে সেনাবাহিনী ও পুলিশ কেউই নেই পরে ছাত্রদের সহায়তায় ওই গ্যারেজ মালিক আনোয়ার ও তার ছেলে সিয়ামকে আমরা আটক করে নিয়ে আসি। যেহেতু যাত্রাবাড়ী থানায় এখন পর্যন্ত কোন পুলিশ নেই তাই তাদের ডেমরা থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে এক যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা জানিয়েছেন অটো রিক্সা চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে গ্যারেজ মালিক ও তার ছেলে।
আমার বার্তা/এম রানা/এমই