কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ পুলিশ বাড়ির সামনে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পৌনে ছয়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজুর সহকর্মী জিহাদ বলেন, আমরা নির্মাণাধীন একটি আটতলা ভবনের নিচতলায় কাজ করছিলাম। রাজুকে পানির মোটরের লাইন দিতে বলা হয়। সে মোটরের লাইন দিতে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফিরে না আসায় সন্দেহ হয়। পরে বাসার দারোয়ান দেখতে পায় সে তার ধরে দাঁড়িয়ে আছে। এ সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কদমতলী থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী জানিয়েছে সে মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/এমই