৫২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে গুলিবিদ্ধ বাবলু
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ বাবলু মৃধা(৪৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বাবলু মৃধা ভোলার দশমিনা উপজেলার খারিজা বেতাগী গ্রামের মফেজ আলী মৃধার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন স্বজনরা।
এ বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বাবলু মৃধা সোমবার চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান । পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এস আই আরও জানান, প্রাথমিকভাবে যদিও আমরা মূল ঘটনাটি জেনেছি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে বাবলু মৃধার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার চলমান রয়েছে বলেও জানান এসআই কামরুজ্জামান।
নিহতের ছেলে আবু তালিব বলেন, আমার বাবা রাজমিস্ত্রির কাজ করতো।গত ১৯ জুলাই (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে বাবা আমাকে খুঁজতে যাত্রাবাড়ীর লাবনী কমিউনিটি সেন্টারে সামনে গেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন । প্রথমে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমার বাবা।
আমার/এম রানা/এমই