যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশ গুরুতর আহত

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী জনপথের মোড়ে ডিউটি চলাকালীন সময়ে দুর্বৃত্তদের চুরিকাঘাতে ট্রাফিক পুলিশ কনস্টেবল মোঃ আশরাব আলী (৪৭) গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত এগারোটার দিকে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেন জয়েন্ট কমিশনার ট্রাফিক জনাব কামরুজ্জামান। তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত ওই ট্রাফিক পুলিশ কনস্টেবলকে তার সহকর্মীরা প্রথমে তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসা চলছে তার

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে রক্তাক্ত জখম অবস্থায় এক  ট্রাফিক পুলিশ কনস্টেবলকে হাসপাতালে আনা হলে জরুরী বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। ইতিমধ্যেই ট্রাফিক ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেলে উপস্থিত হয়েছেন। এবং আহত পুলিশ সদস্যের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।


আমার বার্তা/এম রানা/জেএইচ