বকেয়া বেতনের দাবিতে সংঘর্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নারীসহ গুলিবিদ্ধ-২
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
রাজধানীর কাফরুলে ক্রিয়েটিভ ডিজাইনার গার্মেন্টসে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিতে আল আমিন (১৭) ও রুমা (১৫) নামে দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ আল আমিনের বাবা আব্দুর রহমান বলেন, আমার ছেলে মিরপুর ১৪ এলাকার ক্রিয়েটিভ ডিজাইনার গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করে। সকাল ৯ টার দিকে তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে । এ সময় পোশাক শ্রমিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিতে আমার ছেলে ও রুমা নামে আরও এক নারী পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন আমার ছেলে রুমার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ ফারুক বলেন, মিরপুর ১৪ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলামিন ও রুমা নামের দুই পোশাক শ্রমিককে গুলিবিদ্ধ আহত অবস্থায় ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/জেএইচ