ঢামেকে ফের মোবাইল চোর আটক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:৪৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন ভবনে চিকিৎসা নিতে আসা এক রোগীর কাছ থেকে মোবাইল চুরি করে পালানোর সময় মোঃ জনি (২৮) নামে এক যুবককে আটক করা হয়।

বুধবার(২০ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের লিফটের সামনে এ ঘটনাটি ঘটে। পরে অভিযুক্ত চোরকে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনী ও পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, ঢামেকে আজ সকালের দিকে মোবাইলফোন চুরি করে দৌড়ে পালানোর সময় জনি নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোবাইলটিও উদ্ধার করা হয়।

ভুক্তভোগী মোঃ সাহেদ হোসেন জানান, ঢাকা মেডিকেলের নতুন ভবনে আজ সকালে চিকিৎসা নিতে এসে লিফটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় জিন্সের প্যান্ট ও পাঞ্জাবি পরা ওই যুবকটি আমার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। পরে আমার চিৎকারে নিরাপত্তার দায়িত্ব থাকা আলসার সদস্যরা দৌড়ে এসে ওই চোরকে আটক করে। পরে আমার মোবাইলটি আমাকে ফেরত দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান বলেন, প্রতিনিয়ত মোবাইল চুরির অভিযোগ থাকায় হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালক মহোদয়ের নির্দেশে "‘আমরা সব সময় চেষ্টা করি এখানে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তারা যেন কোনো ভোগান্তির শিকার না হয়। এ বিষয়টি খেয়াল রেখেই আমরা নিরাপত্তা টহল বাড়িয়েছি। আজ সকালের দিকে এক রোগীর কাছ থেকে মোবাইল চুরি করে পালনের সময় আমাদের আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। পরে উপযুক্ত প্রমাণ থাকায় মোবাইলের প্রকৃত মালিকের কাছে মোবাইলটি ফেরত দেওয়া হয়।

তিনি আরোও জানান,ঢামেকে মোবাইল চোর সিন্ডিকেট যাতে সক্রিয় না হতে পারে কর্তৃপক্ষের নির্দেশে আমরা আমাদের পক্ষ থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরে অভিযুক্ত ওই মোবাইল চোরকে ঢামেক পুলিশ ক্যাম্পে সোপার্দ করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘দেখেন আজকে জনি নামে এক চোরকে মোবাইলফোন চুরির অপরাধে আমাদের পুলিশ ক্যাম্পে দিয়ে গেছে। কিন্তু কেউ বাদী হয়ে থানায় অভিযোগ বা মামলা করতে চায় না। তাহলে আমরা তাদের কী করব ? আমরা শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারাই এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।


আমার বার্তা/জেএইচ