বাংলাদেশের চায়না ক্লাব এর যাত্রা শুরু

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১১:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গত সোমবার হোটেল ওয়েস্টিনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করেছে বাংলাদেশ-চায়না ক্লাব। বাংলাদেশ এবং চায়নার মধ্যে ব্যবসায়িক ও কূটনৈতিক উন্নয়নে এই ক্লাব বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ব্রনাই মান্যবর হাজী হারিস বিন ওসমান, ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল আহম্মেদ, ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক আশরাফুল হক চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে সারাহ লী, এক্সিকিউটিভ চেয়ারম্যান-সিআইডিবিসি, চায়না উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাহজাহান ভুঁইয়া রাজু, প্রেসিডেন্ট, বাংলাদেশ-চায়না ক্লাব লি., জাহাঙ্গীর সিকাদার, সেক্রেটারি, বাংলাদেশ-চায়না ক্লাব লি. এবং এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ-চায়না ক্লাব লি. এর উদ্বোধন করেন।

এই ক্লাবের উদ্দেশ্য- বাংলাদেশে বসবাসরত চায়নিজ কমিউনিটির সাথে বাংলাদেশের কমিউনিটির মধ্যে সামাজিক, অর্থনৈতিক যোগাযোগের সেতুবন্ধন তৈরি।


আমার বার্তা/এমই