রাজধানীতে জুতার আঠা সেবনে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুরে জুতার আঠা (সলিউশন) সেবনে মো. আরিফ (৪০) নামে এক জুতা কারখানার কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন তাঁকে।
মৃত আরিফ মুন্সিগঞ্জ সদরের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকতেন।
মৃতের ছেলে অনিক বলেন, ‘আমার বাবা জুতা তৈরির কারখানায় কাজ করতেন। এর পাশাপাশি সে জুতা তৈরির সলিউশন সেবনে মাদকাসক্ত হয়ে পড়েন। আজ রাতের দিকে অতিরিক্ত সলিউশন সেবনে অচেতন হয়ে পরেন তিনি। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
আমার বার্তা/এম রানা/এমই