কাল নির্বাচন
উওরা ক্লাবকে আধুনিকভাবে সাজাতে চান গাউছ ইউ খান
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ‘উত্তরা ক্লাব’ লিমিটেডের ২৪-২৫ নির্বাচনকে ঘিরে নানা আয়োজন ও ভোট প্রার্থনায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী গাউস ইউ খানের উদ্যোগে ইতিমধ্যে নানা আয়োজনসহ ভোটারদের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য গ্রেন্ড মিউজিকাল নাইট ও শীতের পিঠা উৎসব, নৈশভোজসহ রকমারি আয়োজন করা হয়েছে।
এসময় উত্তরা ক্লাবের সফল প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও সফল উদ্যোক্তা গাউছ ইউ খান উপস্থিত থেকে সম্মানীত সদস্যদের বরণ করে শেষ মুহূর্তে ভোট প্রার্থনা করে চলেছেন। এ সময় ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তাগণসহ সকলেই সম্মানীত সদস্যদের সমর্থন আদায়ে ঐক্যবদ্ধ হয়েছেন।
ক্লাবের প্রেসিডেন্ট প্রার্থী গাউছ ইউ খান বলেন, নানা বিনোদন কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলে সদস্যদের সবরকম নিরাপত্তা চাদরে ক্লাবের সুন্দর পরিবেশ তৈরি করে দায়িত্বশীল ভুমিকা রাখতে চান। আগামীতে এই ক্লাবকে আরো দৃষ্টিনন্দন করে রাখতে চান এমনকি রাজধানীর সেরা ক্লাবের তালিকায়ও উওরা ক্লাবকে আধুনিকভাবে সাজাতে চান তিনি। পাশাপাশি ক্লাবের উন্নয়নের ধারাবাহিকতায় অসমাপ্ত কাজগুলো সম্পন্নও করতে চান তিনি। তার জন্য আমাদের সকলকেই পাশে থেকে আন্তরিক সমর্থন করতে বিনীত অনুরোধ করেন তিনি। ইতিমধ্যে দেশের জনপ্রিয় শীর্ষ সঙ্গীত শিল্পী রুনা লায়লা, রিজিয়া পারভীন হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার উত্তরা ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ক্লাব প্রাঙ্গণ। দিনভর বিরতিহীনভাবে ভোট চেয়ে মাঠে রয়েছেন প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা। তবে সরজমিন ঘুরে সিনিয়র মেম্বাদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমান প্রেসিডেন্টেরই জয়ের ব্যাপারে ইংগিত করেছেন। কারণ তিনি একজন সংস্কৃতি মনা বিনয়ী সদালাপী ও ব্যক্তিত্বশীল দায়িত্ব পালনে ব্যক্তি ইমেজে বেশ ভুমিকা রয়েছে। তবে অপর প্রেসিডেন্ট প্রার্থী নতুন মুখ মোহাম্মদ ফয়সাল তাহের ও প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। তবে ব্যক্তি ইমেজে অন্যন্ন ক্লাবের পথেই এগোতে চায় এ ক্লাবের সম্মানীত ভোটারগণ।
আমার বার্তা/এমই