রাজধানীতে তালাবদ্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগ ওহাব কলোনির একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে সিমা আক্তার (২২) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা। তিনি বলেন, আজ বিকেলে খবর পেয়ে ওহাব কলোনির পাঁচতলা একটি বাসায় যাই। সেখানে বাইরে থেকে দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পচনশীল ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই ফাতেমা আরও বলেন, রাজি নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয় বাসা ভাড়া নেন সিমা। তবে ঘটনার পর থেকে সেখানে কাউকে পাওয়া যায়নি। নারীর শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। ময়নাতদন্তের পর মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

মৃত নারীর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বলে জানান এসআই ফাতেমা। তিনি বলেন, নিহতের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই