বায়ুদূষণে শীর্ষ দুইয়ে ঢাকা, বাতাসের মান ‘বিপজ্জনক’
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ দুই নম্বরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৫১৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এই তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের পর্যবেক্ষণ বলছে, সকালে ঢাকার বাতাসের একিউআই ৫১৮, বায়ুমানের এই পরিস্থিতিকে বলা হয় 'ঝুঁকিপূর্ণ' বা ‘বিপজ্জনক’। ঢাকা তখন দূষিত বায়ুর শহরের তালিকায় দুই নম্বরে অবস্থান করছিল।
দূষিত শহরের শীর্ষে আছে বসনিয়ার হারজোগভিনিয়ারের সারাজেভো। শহরটির স্কোর ৫২৮।
২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি শহর। এছাড়া একই স্কোর নিয়ে চীনের চংকিং চতুর্থ এবং ২০২ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় শহর পঞ্চম স্থানে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই ভালো। সম্ভব হলে ঘর থেকে কেবল সেই সময় বের হবেন, যখন বাতাসে দূষণ কম থাকে। তবে অধিকাংশ মানুষের পক্ষেই এ নিয়ম মেনে চলা সম্ভব নয়। তাই মাস্ক পরার অভ্যাস ফিরিয়ে আনুন। বাইরে গেলেই মাস্ক পরুন। হোক তা কাপড়ের মাস্ক। তবু বেশ সুরক্ষিত থাকবেন। মাস্কও রাখুন পরিষ্কার-পরিচ্ছন্ন। যেসব কাজে বায়ুদূষণ হয়, সেগুলো থেকে নিজেকে বিরত থাকুন, অন্যদেরও বিরত রাখার চেষ্টা করুন।
আমার বার্তা/জেএইচ