রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী লিংক রোডের 'উদয় অর্কিড হোমস্'এর নির্মাণাধীন ৯ তলা ভবনের  ছাদ থেকে পড়ে  রাশেদ মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উপনচৌদি ভাজনি গ্রামের আবু বক্কার সিদ্দিকীর ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আজ বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার  উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও বনশ্রী লিংক রোড উদয় অর্কিড হোমস নির্মাণাধীন ভবনের সামনে  থেকে ওই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করি।পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, আমরা তার সহকর্মী কাছে থেকে জানতে পেরেছি ওই নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশেদ মিয়ার। ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই সুমন মিয়া।


আমার বার্তা/এম রানা/এমই