শাহজালালের ব্লেন্ডারে মিললো ৩ কেজি ২৮৯ গ্রাম স্বর্ণ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ব্লেন্ডার মেশিনের ভেতরে করে আনা ৩ কেজি ২৮৯ গ্রাম স্বর্ণসহ সৌদি প্রবাসী এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সৌদি এয়ারলাইন্সের যাত্রী হাবিবুর রহমানের কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম।

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সের আগত যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। তার ব্যাগেজ সংগ্রহ করে তার কাছে কোনও স্বর্ণের বার বা কোনও স্বর্ণ আছে কিনা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে কাস্টমস গোয়েন্দা দল তার শরীর ও ব্যাগেজ তল্লাশি ও স্ক্যানিং করেন।

এ অবস্থায় তার হ্যান্ডব্যাগে ২৯৯ গ্রাম এবং বুকিং করা ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুকায়িত ছয়টি স্বর্ণ পিণ্ড পাওয়া যায়। যার মোট ওজন ২৯৯০ গ্রাম। ওই যাত্রীর কাছ থেকে মোট ৩ কেজি ২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করে তাকে আটক করা হয়।

ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরপূর্বক তাকে থানায় সোপর্দ করা হয়েছে।


আমার বার্তা/জেএইচ