রাজধানীতে হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১০:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারের পাশাপাশি গোপনে সংগঠনকে সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারের সময় মোনায়েমের কাছ থেকে হিজবুত তাহরীরের উগ্র মতাদর্শ প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, চারটি সিমকার্ড ও একটি ভুয়া ফেসবুক আইডি উদ্ধার করা হয়। গত ৭ মার্চ সে রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশগ্রহণ এবং মিছিলের আগে ও পরবর্তী সময়ে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষে যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আমার বার্তা/জেএইচ