ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৩:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলের গরম পানির গলির একটি বাসার চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আহতরা হলেন,কুলসুমা আক্তার (২৫) ,রিয়াজ হোসেন (২১),ও কামরুন্নেসা রোজিনা (৪৫)। তাদের সকলের বাড়ি লক্ষীপুরের রায়পুরা উপজেলায়। বর্তমানে ফকিরের পুল এলাকায় ভাড়া থাকতেন।

রবিবার (২০ এপ্রিল) বেলা পৌনে বারোটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে আসার প্রতিবেশী ইব্রাহিম খলিল জানান, আজ দুপুরের দিকে ফকিরা পুলের গরম পানির গলির একটি বাসার চতুর্থ তলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হন তারা। পরে আমরা প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে বার্ন ইউনিটের জরুরি বিভাগে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে তাদের দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, আজ দুপুরের দিকে ফকিরাপুল থেকে দগ্ধ অবস্থায় নারীর সহ ওই তিনজনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বর্তমানে তাদের ড্রেসিং চলছে। দগ্ধের পরিমাণ পরে জানা যাবে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

আমার বার্তা/এম রানা/জেএইচ