শ্রমিক আন্দোলনের মধ্যে পড়ে পেট্রোল বোমায় নারী দগ্ধ, জাতীয় বার্নে ভর্তি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৮:২১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাউজানে মাজার জিয়ারত করতে যাওয়ার সময় শ্রমিক আন্দোলনের মধ্যে পড়ে পেট্রোল বোমায় লায়লা বেগম (৫০) নামে এক নারী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২০ এপ্রিল) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে দুপুর দেড়টার দিকে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান। তিনি জানান আজ দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাকে আমরা বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। পরবর্তীতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ড করা হবে।
দগ্ধ নারীর স্বামী আব্বাস আলী জানান, আমাদের বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। আজ সকালের দিকে আমার স্ত্রী সিএনজিতে করে প্রতিবেশী কয়েকজন নারীর সাথে চট্টগ্রামের কুতুবদিয়া মাজার জিয়ারতের জন্য বাসা থেকে বের হয়েছিল। পথে চট্টগ্রাম মহাসড়কে রাউজানের পরিবহন মালিক শ্রমিকরা রাস্তায় চাঁদার প্রতিবাদে টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
এ সময় কে বা কারা সিএনজিকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করলে গুরুতর দগ্ধ হন আমার স্ত্রী। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আমার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
আমার বার্তা/এম রানা/এমই