অভিযানে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে অনুদান ও চাকরি দিল ডিএনসিসি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর আসাদগেট এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে পরিচালিত অভিযানে ক্ষতিগ্রস্ত তিন ব্যাটারিচালিত রিকশাচালককে আর্থিক সহায়তা ও চাকরির ব্যবস্থা করেছে ডিএনসিসি।
বুধবার (১৪ মে) ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিজ কার্যালয়ে ওই তিন চালকের হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। একইসঙ্গে তাদের চাকরির ব্যবস্থার নির্দেশনাও দেওয়া হয়।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মূল সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কিছু রিকশা জব্দ ও ধ্বংস করা হয়, যার মধ্যে তিনজন রিকশাচালকের রিকশাও ছিল।
পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিওতে ওই রিকশাচালকদের আর্থিক দুরবস্থা ও কান্নার দৃশ্য দেখে তৎক্ষণাৎ তাদের সহায়তার সিদ্ধান্ত নেন ডিএনসিসির প্রশাসক।
সহায়তা পাওয়া তিনজন চালক হলেন—সিরাজগঞ্জের বেলকুচির মো. খলিল, ময়মনসিংহ কোতোয়ালির রাসেল মিয়া এবং বরিশালের বাকেরগঞ্জের সুমন মৃধা।
চেক হস্তান্তরের সময় ডিএনসিসি প্রশাসক বলেন, “আমরা মানবিক বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছি। তবে এ ধরনের অবৈধ যান চলাচল রাজধানীর প্রধান সড়কে মেনে নেওয়া হবে না। যারা এসব রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাদের বিকল্প পেশার দিকে যেতে হবে।”
তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে বুয়েটের মানদণ্ড অনুযায়ী ব্যাটারিচালিত নিরাপদ রিকশা তৈরির অনুমতি কিছু প্রতিষ্ঠানকে দিয়েছে। পাশাপাশি, এসব নতুন রিকশা চালাতে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, “ব্র্যাক ইতোমধ্যে প্রায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। চলতি মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে।”
চালকদের চাকরির ব্যবস্থা নিশ্চিত করতে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা ও অন্যান্য কর্মকর্তারা।
আমার বার্তা/জেএইচ