রাজধানীতে চলছে শান্তিবাড়ির জামদানি প্রদর্শনী

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

নারীদের মানসিক স্বাস্থ্য, আইনী সহায়তা, অর্থনৈতিক বিকাশ, সংস্কৃতি চর্চা এবং শিক্ষা সহায়তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান শান্তিবাড়ি আয়োজন করেছে ঐতিহ্যবাহী জামদানী শিল্প ও নারী উদ্যোক্তাদের বিশেষ প্রদর্শনী "সেলিব্রিটিং জামদানি" - অ্যা হেরিটেজ টেক্সটাইল এক্সিবিশন। রাজধানীর লালমাটিয়ায় শান্তিবাড়ির নিজস্ব কার্যালয়ে চলছে এই প্রদর্শনী। আজ (০৪ জুলাই) ১০টায় প্রদর্শনীর উদ্বোধন হয়। চলবে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধন করেন, ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. সুসান ভাইজ ও হেড অফ কালচার কিজি তাহনিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। বৈচিত্র্যময় জামদানি পণ্য নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করে তিন নারী উদ্যোক্তা ও তাদের উদ্যোগ - ফারহানা মুনমুন, বেনে বৌ (Bene Bou Jamdani); ড. জিনিয়া রহমান, পালং খ্যিয়ং; এবং ড. আফরিন আহমেদ, Buniya by On Cloud Nine And Half। দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য ও গর্ব জামদানি শাড়ি, ডিজাইনার পোশাক, হাতের তৈরি গহনা, ঘর সাজানোর সামগ্রী এবং পরিবেশবান্ধব রিসাইকেলড ও আপসাইকেলড পণ্য প্রদর্শিত হয়েছে, এই সবই জামদানি কেন্দ্রিক। 

এ প্রদর্শনীতে আরও রয়েছে গানের আসর। সকালে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর নির্ঝর চৌধুরী, বিকেলে গাইবেন তানভীর হোসেন।

আমার বার্তা/এমই