পাবলিক স্পেসগুলো দখলমুক্ত করবো: ডিএনসিসি প্রশাসক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৪:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (৪ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসির প্রশাসক বলেন, এই নগরের ওয়াটার বডি, খাল, রাস্তা নষ্ট করায় সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও তাদের মিত্ররাও জড়িত।
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আমাদেরকে সহায়তা করলে আমরা পরিচ্ছন্ন নগর গড়তে পারবো। পাবলিক স্পেসগুলো আমরা দখলমুক্ত করবো। এর জন্য আপনাদের সবার সহায়তা আমরা চাই।
তিনি আরও বলেন, স্কুলের বাচ্চার রাস্তায় না নামলে এই জুলাই স্বতঃস্ফূর্ত হত না। এই মঞ্চ উন্মুক্ত থাকবে। সব মতাদর্শের সবাই এসে এখানে তাদের মতবাদ জানাতে পারবে। এখান থেকেই গণতন্ত্রের সূচনা হবে।
আমার বার্তা/এল/এমই