গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মিরপুর রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গাজীপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ারকে গুরুতর আহত কারার প্রতিবাদে মিরপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মিরপুরে কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহণে মিরপুর সনি চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের সাথে জরিত হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা ,আহত আনোয়ারের সুচিকিৎসা ব্যবস্থা, তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সাংবাদিক সুরক্ষার আইন আধুনিকায়ন করার দাবি তোলেন।

গতকাল গাজীপুর চৌরাস্তা চন্দানার বাসন থানা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জনসম্মুখে কুপিয়ে ও গলা কেঁটে হত্যা ও দৈনিক বাংলাদেশের  আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনকে গাজীপুর সদর থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা ইট দিয়ে থেঁতলিয়ে গুরুতর আহত কারার প্রতিবাদে মিরপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে, মিরপুর সনি চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করে।মানববন্ধনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক সাংবাদিক মোঃ ইস্রাফিলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী শরিফ নেওয়াজ লালন, আনিসুল হক ক্লিপ্টন, আলী আফজাল আকাশ, আনিস মাহমুদ লিমন,শেখ আবিদ বাচ্চু, রফিকুল ইসলাম খান,আবুল আতা মামুন, সোহাগ হাওলাদার, ছগির আহমেদ, কাকলি আক্তার, মিজানুর রহমান, ইদ্রিস হোসেন, তারিক আহমেদ লিটু,নাসির হোসেন চুন্নু, আকাশ আহমেদ, মোঃরাকিব, মোঃ পান্না হোসেন, মনির হোসেন, মাকসুদ আলম,মোঃরাশেদ হোসেন, খায়রুল ইসলাম, শহিদ হোসেন, রূপনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক আলী হাসান মুবারক। এছাড়াও, ক্লাবের  সহোযোগী সদস্যদের মধ্যে এ এইচ এম আকবর হোসেন, মাসুদ পারভেজ মানু,সরফরাজ আলী রবি,মাহবুবুর রহমান আজাদ, মোঃ বিল্লাহ হোসেন প্রমুখ। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা রাষ্ট্রের কাছে এই দাবি তোলেন যে, সাংবাদিকরা যেন এই ধরনের প্রতিবাদ সমাবেশ করতে রাস্তায় নামতে না হয়।রাস্তায় প্রতিবাদ করা সাংবাদিকদের কাজ নয়। অনেকে হতাশ হয়ে বলেন, প্রকাশ্যে জনসম্মুখে দুই সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা হলেও এখনো কোন আসামি গ্রেপ্তার না হওয়া খুবই দুঃখজনক। বক্তারা আরও বলেন, চাঁদাবাজদের পরিচয় চাঁদাবাজ, সন্ত্রাসীদের পরিচয় সন্ত্রাসী, এরা কোন দলের নয়,এর কোন সভ্য সমাজের অংশ নয়।তাই অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে আর কোনো রক্ত চক্ষুর সাহস না হয় এভাবে কোন সাংবাদিক সহ সাধারণ মানুষের রক্ত ঝরাতে।

একই সাথে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে সাংবাদিক সুরক্ষার আইন আধুনিকায়ন করা,আহত সাংবাদিক আনোয়ার হোসেনের সুচিকিৎসার ব্যবস্থা করা ও নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি তোলেন। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।


আমার বার্তা/এমই