রাজধানীতে মধ্যরাতে দ্রুতগামী প্রাইভেটকারে আগুন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৬:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মধ্যরাতে রাজধানীতে একটি দ্রুতগামী প্রাইভেটকার সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এরপরই তাতে আগুন ধরে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজনের মধ্যে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে মহাখালীর ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত দুজনের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে ডিভাইডারে সজোরে ধাক্কা লাগার পরই গাড়িটিতে আগুন ধরে যায়। এরপর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন গণমাধ্যমকে বলেন, ঢামেক হাসপাতালে থাকা একজন রাতেই মারা যান। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থাকা ব্যক্তি সকালে মারা যান। তার মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। সেখানেই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হবে। 

তিনি আরও বলেন, গাড়িতে থাকা আরেকজন আহত হয়েছেন। তবে তাকে কোনো হাসপাতালে তা খুঁজে পাওয়া যায়নি।

আমার বার্তা/এল/এমই