এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলো মাইলস্টোন শিক্ষার্থী তাসনিয়া

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিয়া (১৫)।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।


চিকিৎসকরা আরও জানান, বর্তমানে এই ঘটনায় আহত ২২ জন এখনো ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, তিনি মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোট ২০ জনের মৃত্যু হলো। এছাড়া এ পর্যন্ত ১৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।


আমার বার্তা/জেএইচ