নগরবাসীর সুস্থ্য ও সমৃদ্ধ জীবন যাপনে সম্ভব সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি

মো. শাহজাহান মিয়া, প্রশাসক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ

  অনক আলী হোসেন শাহিদী:

মো. শাহজাহান মিয়া, প্রশাসক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন - এর প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন- “ঢাকা দক্ষিন সিটি সিটি কর্পোরেশন নগরবাসীর সুস্থ্য ও সমৃদ্ধ জীবন যাপনে-সম্ভব সবরকম প্রচষ্টো চালিয়ে যাচ্ছি। যতদিন প্রশাসক হিসেবে দায়িত্বে আছি- ততদিন নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করে যাবো,  ইনসাল্লাহ। তবে এ মহৎ দায়িত্ব পালনে আমি সম্মানিত নগরবাসীর নিয়মতান্ত্রিক সহযোগিতা কামনা করছি”- ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর  প্রশাসক মোঃ শাহজাহান মিয়া-এই প্রতিনিধিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন। 

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর প্রশাসক মোঃ শাহজাহান মিয়া বলেন- “ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন মূলত: কর্পোরেশনের সীমানায় বসবাসরত সকল নাগরিকের- সুস্থ্য-সমৃদ্ধ জীবন যাপনে বিভিন্ন অত্যাবর্শকীয় কর্মসূচী গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে- এ প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে। বিশেষ করে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, জম্ন ও মৃত্যু নিবন্ধন সহ নানা প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে”। তিনি বলেন- “নগরবাসীর জন্য জন্যে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে- পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবার থেকে সর্বক্ষেত্রে একটি পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এ ছাড়া পশু সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে- তথা প্রতিটি বাজারে নিরাপদ মাছ, মাংস বিক্রি কাজে- কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। এ ছাড়া কোরবানীর সময়ে পশুর হাট নির্ধারন ও কোরবানীর বর্জ্য পরিচ্ছন্নতা কাজে দক্ষিন সিটি কর্পোরেশন অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে”। 

প্রশাসক মোঃ শাহজাহান মিয়া বলেন- “যে কোন জন দূর্ভোগ, জলাবদ্বতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনার মাধ্যমে- জলাবদ্বতা নিরসনে বিভিন্ন জনগুরুত্বপূর্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়নে করা হচ্ছে”। এ প্রসঙ্গে তিনি বলেন- “নগরবাসীর জন্যে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে- বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করা হচ্ছে। যে সকল প্রকল্প- সিটি কর্পোরেশনের পক্ষে গ্রহন করা সম্ভব হচ্ছে না- সে সব প্রকল্প ঢাকা ওয়াসার- মাধ্যমে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে সমন্ধয় করে বাস্তবায়ন করা হচ্ছে”। তিনি আরো বলেন- “ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের আওতাভূক্ত এলাকয় প্রতিদিন অন্তত ৫০ লাখ মানুষ দেশের বিভিন্নপ্রাপ্ত থেকে নগরে প্রবেশ করে আবার কাজ শেষে ফিরে যায় আপন গন্তব্যে। তাদের অধিকাংশ মানুষই সকাল দুপুর ও রাতের খাবার- বিভিন্ন হোটেল বা রেস্তোরায় খেতে হয়- তাদের জন্যে নিরাপদ খাদ্য নিয়ন্ত্রনে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন সার্বক্ষনিক কাজ করছে”।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর প্রশাসক মোঃ শাহজাহান মিয়া বলেন- “নগরবাসীর স্বাস্থ্যসম্মত জীবন যাপনের অন্যতম অন্তরায় মশার প্রার্দূভাব । আমাদের সম্মানিত নগর বাসীর অসচেতনতা ও নানা অনাকাঙ্খিত জলাবন্ধতার কারনে মশার যন্ত্রনা বাড়ছে। এ সমস্যা সমাধানে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক মশক নিধন কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ ক্ষেত্রে কোন ভাবেই যেন বাড়ি বা বাড়ীর ছাদে, ফুলের টবে- অনাকাঙ্খিত পানি না জমে- তা খেয়াল রাখতে নগরবাসীর প্রতি অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছি”।

অবকাঠামোগত উন্নয়নে ৭৫টি ওয়ার্ড কিভাবে- উন্নয়ন কার্যক্রম সমন্বয় করেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- “নগরীর ৭৫ টি ওয়ার্ডের প্রতিটি নাগরিকের নাগরিক সুবিধা নিশ্চিত করতে যে ওয়ার্ডের যে যে সমস্যা রয়েছে- তা চিহিৃত করে সমাধানের চেষ্টা করছি”। 

তাহলে নাগরিক সেবা কিভাবে নিশ্চিত করছেন- এমন প্রশের উত্তরে- প্রশাসক মোঃ শাহজাহান মিয়া এই প্রতিনিধিকে বলেন- “ প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মরত কর্মকর্তা, কর্মচারীরা এ কাজে সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে- কোন নাগরিকই সেবা না পেয়ে ফিরে যাবেনা”- তা নিশ্চিত করতে আমরা নিয়মিত তত্ত্ববধান করছি”। তিনি বলেন- “নগরীর ব্যবসা-বানিজ্য ও রাজস্ব আদায় নিশ্চিত করতে সার্বক্ষনিক প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কাজ করা হচ্ছে। একজন প্রশাসক হিসেবে- আমি সম্মানিত নগরবাসীর সেবা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন- তা আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করছি। এ ক্ষেত্রে সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা আমাকে সর্বাত্বক সহযোগিতা করছে”। এ প্রসঙ্গে তিনি বলেন- “আমাকে সিটি কর্পোরেশন এর উন্নয়ন কাজে প্রধান নির্বাহী কর্মকর্তার তত্ত্ববধানে সকল কর্মকর্তা,  কর্মচারী - আন্তরিকতার সাথে সহায়তা করছে”। 

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন সার্বিক উন্নয়নে- সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কেমন সহযোগিতা পাচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে প্রশাসক মোঃ শাহজাহান মিয়া বলেন- “ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী স্যার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ- ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের  সর্বাত্বক সহায়তা করছেন”।

মো. শাহজাহন মিয়া বলেন- “নগরীর উন্নয়নে রাষ্ট্রের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অর্থ ও সিটি কর্পোরেশন এর নিজস্ব রাজস্ব আয় ছাড়াও জনগুরুত্ব প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক আর্থিক সহায়তার প্রয়োজন হয়। এ সব কাজে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা সহ নানা বৈদেশিক আর্থিক প্রতিষ্ঠান- নগরীর জনগুরুত্বপূর্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে। আমি সকলের প্রতি নগর বাসীর পক্ষ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি”।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর ইতিহাস বনর্না করতে গিয়ে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন- “ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন (ডি এস সিসি) ২০১১ সালের ১৯ নভেম্বর- ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন বিলুপ্ত করে করে গঠিত হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধনী) বিল- ২০১১ পাশের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নামের দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান তৈরী করা হয়। তবে ১৮৬৪ সালের ১লা আগষ্ট- এই সিটি কর্পোরেশন - ঢাকা পৌরসভা নামে অগ্রযাত্রা শুরু করে । পরে ১৯৭৮ সালে- এ প্রতিষ্ঠানটি- ঢাকা পৌর কর্পোরেশনে রুপান্তিত হয়। ঐতিহাসিক এ প্রতিষ্ঠানটির অভ্যন্তরে বসবাসরত সকল নাগরিকদের- এ প্রতিষ্ঠানটির ঐতিহ্যগত মর্যাদা রক্ষা করতে তথা পরিচ্ছন্ন নগরীতে রুপ দিতে সকলের নিরন্তর সহযোগিতা কামনা করছি”।


আমার বার্তা/এমই