ইসলামী আন্দোলন বাংলাদেশের কাফরুল থানার গণসমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ

  রাকিব ইদ্রিস, মাল্টিমিডিয়া প্রতিনিধি:

ছবিঃ আমার বার্তা

ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ; 'পিআর পদ্ধতিতে' নির্বাচনের দাবি, দুর্নীতির অবসানের অঙ্গীকার।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কাফরুল থানার উদ্যোগে ইব্রাহিমপুর পুলপার ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নির্বাচনের মৌলিক সংস্কার ও দুর্নীতির অবসানের ওপর জোর দেন।

তিনি বলেন, "জুলাই অভ্যুত্থান যেই প্রত্যাশা নিয়ে তৈরি হয়েছে এবং আমাদের ছাত্রজনতা যেই কারণে জীবন দিয়েছে, ইসলামী আন্দোলন চায় না তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হোক। অতীতে যেই দুর্নীতি, দুঃশাসন ছিল, যেই ফ্যাসিবাদী শক্তি ছিল, ভবিষ্যতে নতুন করে যেন সেই ফ্যাসিবাদী শক্তি আবার ক্ষমতায় আসতে না পারে, এইজন্য আমরা চেয়েছিলাম মৌলিক সংস্কার হবে।"

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, মৌলিক সংস্কারের মধ্যে সবথেকে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি সংস্কার। তিনি বিগত ৫৩ বছরের নির্বাচন ব্যর্থ হয়েছে উল্লেখ করে বলেন, "যাদের কালো টাকা রয়েছে, শক্তি রয়েছে, তারাই সব সময় পার্লামেন্টে গিয়েছে এবং জাতীয় সংসদে গিয়ে তারা জাতির কোনো সংকট সমাধান করতে পারে নাই, বরং তারাই সংকট করেছে।"

তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে "সকল ধর্মের লোক, বর্ণের লোক পার্লামেন্টে যেতে পারবে, কারো ভোট অপমূল্যায়ন হবে না।"

গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, "আগামী দিনে যদি হাত পাখা বিজয়ী হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢাকা-১৫ আসনে কোনো ব্যবসায়ীকে এক টাকা চাঁদা দিতে হবে না, কোনো মানুষকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, গরীবের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব এস এম ফজলুল হক।

কাফরুল থানা সভাপতি হাফেজ হানিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর উত্তর সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাইম, মুফতি মাছউদুর রহমান, ইন্জিনিয়ার মুহাম্মাদ গিয়াস উদ্দিন পরশ, যুবনেতা হাম্মাদ বিন মোশাররফ সহ থানা ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশের শেষে মাওলানা গাজী আতাউর রহমান ঢাকা-১৫ আসনের মনোনীত সংসদ পদপ্রার্থী আলহাজ্ব এস এম ফজলুল হক্বের হাতে হাত পাখা প্রতীক তুলে দেন।